৬ জানুয়ারি, ২০২৪ ১৫:৫৮

চাঁদপুরে বাসে আগুন, হেলপার দগ্ধ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বাসে আগুন, হেলপার দগ্ধ

চাঁদপুরে বাসে আগুন

চাঁদপুর শহরে বাসস্ট্যান্ডে অবস্থানরত নির্বাচনি কাজে নিয়োজিত আনন্দ পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া গাড়ির চালক নাছির উদ্দিন লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন।

শনিবার ভোরে বাসস্ট্যান্ড ইলিশ চত্বরের উত্তর পাশে সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাড়ি চালক নাছির উদ্দিন জানান, হেলপারসহ তারা দু’জন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মনসুর আহমেদ বলেন, দগ্ধ হেলপারের শরীরের সামান্য অংশ পুড়েছে। এখানেই চিকিৎসা হবে এবং আপাতত বিপদমুক্ত তিনি।

চাঁদপুর-নোয়াখালী রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের বাস মালিক শম্ভু দাস দাবি করেন, কয়েকজন মুখোশধারী যুবক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল পুলিশের নির্বাচনি কাজে নিয়োজিত ছিল। আজকে আবারও নির্বাচনি কাজে যাওয়ার কথা ছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ততক্ষণে বাসের আসন ও জানালার গ্লাস আংশিক পুড়ে গেছে। তদন্তের শেষে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা বলা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের ঘটনাটি ঘটেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর