১৫ জানুয়ারি, ২০২৪ ১৭:৪৮

সখীপুরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর

টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর। সোমবার বিকেলে পৌরসভার ময়থাচালা এলাকায় স্থানীয় রফিকরাজু কিন্ডার গার্টেন স্কুলের সামনে একটি বানর ঘোরাফেরা করে।

এর আগে স্থানীয় উত্তরা মোড়, জামতলা ও বগা প্রতিমা সড়কের বিভিন্ন বাসা-বাড়ির আঙিনা দিয়ে এ বানরকে দুই-তিন দিন ধরে দৌড়াদৌড়ি করতে দেখা যায়।

বনের ভেতর খাবার না থাকায় লোকালয়ে ঘুরে বানরটি খাবার খাচ্ছে বলে স্থানীয়দের ধারণা। তবে এখনো কাউকে কামড় বা আঁচড় দেওয়ার খবর পাওয়া যায় নাই।

স্থানীয়রা জানায়, মাঝে মধ্যেই বাসা-বাড়ির আঙিনায় বানর আসে। কলা, বিস্কুট, কেক বা বিভিন্ন ধরনের খাবার দিলে খায়। উৎসুক ছেলে-মেয়েরা বানরের পিছু নিলে বিভিন্ন গাছে, জানালার গ্রিল ধরে তাদের সাথে খেলা করে। এতে ছোট-বড় সবাই আনন্দ পায়।

একাধিক শিশুর মা জানায়, খুব কাছ থেকে বানর দেখতে পেরে ছেলে মেয়েরা খুবই আনন্দিত। কারণ ওরা শুধু বইয়ের পাতায় আর মোবাইলেই বানর দেখতো।

রফিকরাজু স্কুলের পরিচালক প্রভাষক শফিকুল ইসলাম বলেন, স্কুল ভবনের আশপাশে বানর আসলে ছেলে-মেয়েরা খাবার দেয়, মাঝেমধ্যে শিক্ষকরাও ছুটে যায়। বানর দেখে আনন্দ পায় কিন্তু ভয়ে থাকি বানর যদি কাউকে কামড় বা আঁচড় দেয়।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একেএম আমিনুর রহমান বলেন, সখীপুরের ডিবি গজারিয়া বিটের কৈয়ামধু এলাকার বিশাল শালগজারি বনের ভেতরে বেশ কিছু বানর থাকে। শীতকালে বনের মধ্যে খাবার কম থাকে। তাই হয়তো খাবারের জন্য লোকালয়ে ছুটে আসছে। বানরকে কেউ কোনো আঘাত বা ক্ষতি না করলে সে কোনো মানুষকে কামড় বা আঁচড় দেবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর