১৯ জানুয়ারি, ২০২৪ ১৮:২৫

রৌমারীতে ৩ বছরের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারীতে ৩ বছরের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

কুড়িগ্রামের  রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ৩ বছরের শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ। রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া এলাকার ৩ বছরের শিশু জারিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জারির পিতা জুয়েল মিয়া দীর্ঘদীন ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ কারণে স্ত্রী (শিশুটির মা) কল্পনা আক্তারকে তার বাবার (শ্বশুরের) বাসা থেকে টাকা নিয়ে আসার জন্য প্রায়ই চাপ দিতেন। টাকা না আনায় তার ওপর চলতো নির্যাতন। গত বৃহস্পতিবার রৌমারীতে শিশুটির বাবা তাকে বাসায় আটকে রেখে তার মাকে বাসা থেকে বের করে দেয়। 

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে শিশুটির মা কল্পনা বৃহস্পতিবার রাতে রৌমারী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। এরপর তাৎক্ষণিকভাবে রৌমারী থানার পুলিশের একটি চৌকস দল জুয়েলের বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ঘর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রৌমারী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে শুক্রবার সকালে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। 

এ ব্যাপারে রৌমারী থানার ওসি (তদন্ত) মুশাহেট খান বলেন, শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর