১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৫৭

বগুড়ায় গৃহনির্মাণ শ্রমিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় গৃহনির্মাণ শ্রমিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বগুড়ার উপপরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, বাংলাদেশ নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোকাদ্দেম হোসেন, বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের প্রধান উপদেষ্টা মো. কামরুল আলম রিপু, সাবেক সভাপতি আমিরুল ইসলাম আমির, নজরুল ইসলাম পাতু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার শেখ।

সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নর্থবেঙ্গল বিএসআরএম জোনাল সেলস হেড মোস্তাফিজুর রহমান, কেএসআরএস স্টিল প্লান্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার ফিরোজ হোসাইন, বিবিএন ক্যাবলস রাজশাহী ও রংপুর বিভাগের সিনিয়র ডিজিএম এম এ মতিন, সালাম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের রাজশাহী বিভাগের সিনিয়র ম্যানেজার বাবলু আকতার, দৈনিক সেনেটারি স্টোর বগুড়ার স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সজিব প্রমুখ।

শেষে পঙ্গু সদস্যদের মাসিক অনুদান, মৃত সদস্যদের পরিবারে এককালীন অনুদানসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর