২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:০৪

দিনাজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনাজপুরে প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টার পর প্রথম প্রহরে যৌথভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার ইফতেখার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

পরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 
ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নিজ নিজ এলাকার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়েছে। এসময় শহীদ মিনারে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদী চত্ত্বর।
দিবসটি পালনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। 
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। 

বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর