২১ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:৪১

বাগেরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগ, বিএনপি, বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বাগেরহাট গ্রিন ল্যাব ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার। শহরের মেইন রোড়ে বিএমএ ভবনে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রিন ল্যাবে কয়েকশ রোগীকে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা ও অষুধ বিতরণ করা হয়।
                                  
বিডি প্রতিদিন/এএ 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর