২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:২৪

বগুড়ায় শিক্ষা পদক প্রতিযোগিতায় ৪টি বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শিক্ষা পদক প্রতিযোগিতায় ৪টি বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বগুড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ধুনট উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বগুড়া করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা হলো- ধুনট উপজেলার বিশ্ব হরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মিকদাদ মেহমেদ সায়িক (অংক দৌড় ও কুইজ গণিত), তাসনিয়া ফারিহা সিনহা (কুইজ গনিত), নিরব হোসেন (দৌড়), মাধবী খাতুন (দীর্ঘলাফ), পাঁচথুপি নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিয়াম (উচ্চ লাফ), মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যায়ের তাহিয়া তাসকিন (কুইজ সাধারণ জ্ঞান) ও বিলচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এর ৫ম শ্রেণীর শিক্ষার্থী এসএম অর্নব আহমেদ (কুইজ ইংরেজী)। তবে প্রতিযোগিতায় ৮টি ইভেন্টের মধ্যে ৫টি ইভেন্টেই প্রথম স্থান অর্জন করে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী।

বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া ফারিহা সিনহা জানায়, তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রমের কারণেই উপজেলার পর তারা জেলাতেও প্রথম স্থান অর্জন করেছেন। এরপর তারা বিভাগীয় পর্যায়েও বিজয়ী হতে চায়।

বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস বলেন, বগুড়া জেলার সবগুলো বিদ্যালয়কে টপকিয়ে শীর্ষ স্থান দখল করেছে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের লেখাপড়ার ফলাফলসহ শিক্ষাক্রমিক কার্যক্রম ধুনট উপজেলায় অন্যতম অবস্থানেও রয়েছে। 

ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান জানান, এই উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া আরও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় অবস্থানেও রয়েছে। এরপর তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর