২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩৮

খানসামায় দুই মাদকসেবীকে কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

খানসামায় দুই মাদকসেবীকে 
কারাদণ্ড

মাদকসেবনরত অবস্থায় দিনাজপুরের খানসামায় দুই মাদকসেবীকে আটক করে একমাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

রবিবার বিকালে গোপন খবর পেয়ে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দলের সদস্যরা খানসামার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের জুগিপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৬০) ও আজাদ আলীর ছেলে বাদশা মিয়াকে তাদের নিজ বাড়ি থেকে মাদকসেবনরত অবস্থায় আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১০ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদকসেবনের উপকরণ জব্দ করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। 
খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন আটক দুই মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০টাকা করে জরিমানা করেছেন। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো. হাসিবুল হাসান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ওই দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হলে তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর