৫ মার্চ, ২০২৪ ২০:৩৫

দিনাজপুরে গৃহায়নের প্রকৌশলী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরে গৃহায়নের প্রকৌশলী গ্রেফতার

ঘুষের টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতারের ঘটনার মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে দিনাজপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক যাবিদ হোসনের আদালতে আটক মুহাম্মদ মোর্শেদ আলমকে তোলা হলে দুদক দিনাজপুরের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করেন। 

উল্লেখ্য, সোমবার বিকেলে দিনাজপুরের তার নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দুদক টিম। এসময় মোরশেদ আলমের কাছ থেকে টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয় এবং মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর