১২ মার্চ, ২০২৪ ১৬:২৫

অনুমোদন ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

অনুমোদন ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে জরিমানা

পবিত্র রমজানের প্রথম দিনে অনুমোদন ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে একটি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে ফাক্টরিতে অভিযান চালিয়ে নামিদামি আইসক্রিমের নকল প্যাকেট ও বিপুল পরিমাণ উৎপাদিত নকল আইসক্রিম জব্দ করে ধ্বংস করেছে।   

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার ও পুলিশের যৌথ টিম শহরতলীর মাঝিডাঙ্গা এলাকায় নামসর্বস্ব অনুমোদনহীন একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযানে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত তরল পানি, দেশের বিভিন্ন জেলার নামিদামি আইসক্রিমের নকল প্যাকেটে ভরা বিপুল পরিমাণ নকল আইসক্রিম জব্দ করে ধ্বংস হয়। একই সাথে ফ্যাক্টরি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর