২২ মার্চ, ২০২৪ ০৯:১১

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস,  নিহত ১ আহত ১০

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় এ ঘটনা ঘটে। 

রাত ১টা পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জন গুরুতর আহত রয়েছেন।

আহত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকলে গৌরনদী উপজেলার মাহিলারায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে বাসের এক ব্যক্তি নিহত ও বেশ কয়েক জন আহত হয়। 

আহতরা হলেন হানিফ পরিবহনের বাসের সহকারী (হেলপার) মো. বেল্লাল হোসেন,  যাত্রী মশিউর রহমান,  আব্দুর রহিম রিয়াজ ও নাসির উদ্দিন, অনিমেশ মজুমদার ও নিপা খানম। তবে নিহতের নাম কিংবা বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে। 

এ বিষয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় রাত ১টা পর্যন্ত ৭ জন ভর্তি হয়। এরমধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী। আহতরা শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাদের সার্জারি ও অর্থপেডিক্স বিভাগে ভর্তি রাখা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর