২৬ মার্চ, ২০২৪ ২৩:০৯

ফুলপুরে মহাসড়কে দোকান, যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে মহাসড়কে দোকান, যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ দোকানদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। 

মহাসড়কের উপর তরমুজ, কলা ও নানা ফলফলাদির দোকান বসিয়ে এবং চা স্টল ও টং দোকান দিয়ে প্রতিনিয়ত জ্যাম ও যান চলাচলে  বিঘ্ন সৃষ্টি করায় মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়ার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে এসআই সুমন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের নিরাপদ ও যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আমরা এ অভিযানে নেমেছি। সড়ক অনেক বড় থাকলেও নিয়মকানুনের তোয়াক্কা না করে এক শ্রেণির ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সড়কে তাদের দোকান বসিয়েছে। এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। 

তিনি আরও জানান, যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর