১৭ এপ্রিল, ২০২৪ ২১:৫১

মোরেলগঞ্জে বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ব্রিজ সচল করতে সময় লাগবে

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ব্রিজ সচল করতে সময় লাগবে

বাগেরহাটের মোরেলগঞ্জে স্টিলব্রিজের সাথে ধাক্কা লেগে আটকে থাকা বাসটি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে সড়ক ও জনপথ বিভাগের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেন। এতে ভ্যান, রিক্সা মোটরসাইকেল চলাচলের সুযোগ হলেও ব্রিজটির ওপর থেকে আপাতত বাস, ট্রাক, পরিবহনসহ কোন প্রকার ভারী যানবাহন চলাচল করতে পারবেনা। ফলে দূরপাল্লার কোন পরিবহন শরণখোলা পর্যন্ত যেতে পারবে না। 

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী একটিগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ব্যান্ডের ওপর পড়ে ব্যান্ড ভেঙে সেখানে বাসটি আটকে থাকে। 

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি অপসারণ করা হয়েছে। তবে ব্রিজের ব্যান্ড ভেঙে যাওয়ায় ভারি যানবাহন চলাচল করতে পারবেনা। এটা মেরামতের জন্য ৫-৬ দিন সময় লাগতে পারে।

এ বিষয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কোন যাত্রী ছিলো না। গাড়ি ফেলে রেখে এর চালক, হেলপার সকলে পালিয়ে গেছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর