ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার সুন্দরপুর স্টেশনের অদূরে নরসুন্দর নামক স্থানে এ ঘটনা ঘটে। রবিবার দিবাগত রাত ২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার নামে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামে মামা বাড়ি বসবাস করতো এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের একটি দোকানে কাজ করতো বলে জানা গেছে। তবে স্থানীয়দের ধারণা নিহত ওই যুবক আত্মহত্যা করতে পারে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        