২১ মে, ২০২৪ ১৭:৪৪

চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচনে বিভিন্ন অভিযোগে আটক ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচনে বিভিন্ন অভিযোগে আটক ৫

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, আচরণবিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে আলমডাঙ্গা উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ রিপন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা এবং একই উপজেলার ভোগাইল বগাদি গ্রামের মোহাম্মদ সুজন নামে একজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান এ আদালত পরিচালনা করেন। এছাড়া, সদর উপজেলায় ছয়ঘড়িয়া গ্রামের আনিছ আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সদর উপজেলার নেহালপুর গ্রামের রাশেদুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের রতন হোসেনকে নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগে আটক করেছে পুলিশ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর