২৩ মে, ২০২৪ ১৮:৩০

টেকনাফে র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ বাজার এবং সাবরাং বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে  হত্যা মামলার এজহারনামীয় এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কে কে পাড়ার দিল মোহাম্মদের ছেলে মোঃ আইয়ুব (৪২) এবং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার মৃত ঠান্ডা মিয়ার ছেলে  মোঃ আকতার কামাল (৩৩)। 

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দুইজন এজাহারনামীয় এবং গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ উপজেলার টেকনাফ বাজার এলাকা থেকে হত্যা মামলার এজহারনামীয় পলাতক আসামি মোঃ আইয়ুব এবং সাবরাং বাজার এলাকা থেকে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আকতার কামালকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর