২৬ মে, ২০২৪ ১১:১৫

ঘূর্ণিঝড় রেমাল : বরিশাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় রেমাল : বরিশাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমাল বরিশালের পায়রা সমুদ্র বন্দরের আরো নিকটবর্তী দূরত্বে অবস্থান করছে। ইতিমধ্যে বৃষ্টি, বাতাসের তীব্রতা বেড়েছে। জানানো হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। আবহাওয়ার এই পরিস্থিতিতে বরিশাল বিমানবন্দর থেকে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ। 

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। তিনি বলেন, আজকে বরিশাল থেকে একটি ফ্লাইট ছিল। আবহাওয়া অনুকূল থাকায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

এদিকে, পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২টার মধ্যে উপকূলের কুয়াকাটা, মংলা এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি।

কলাপাড়ার খেপুপাড়া রাডার স্টেশন কেন্দ্রের ইনচার্জ তড়িৎ প্রকৌশলী আব্দুল জব্বার শরীফ বলেন, গতকাল রাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ নটিক্যাল মাইল। ঘূর্ণিঝড় যত নিকটবর্তী হচ্ছে এর গতি আরো বাড়ছে। 

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর