২৬ মে, ২০২৪ ২০:১৬

নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে নেমে জিম হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জিম হোসেন বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় আলতাব হোসেনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, বাবা-মায়ের সঙ্গে শিশু জিম শনিবার (২৫মে) উপজেলার কল্যাণী গ্রামস্থ চাচা আল-আমিনের বাড়িতে বেড়াতে আসে। পরদিন রবিবার দুপুরের দিকে এলাকার ছেলেদের সঙ্গে বাঙালি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নিখোঁজ হয় জিম। পরে স্থানীয়রা নদীতে নেমে এক ঘন্টা খোঁজাখুঁজির পর জিমের মরদেহ উদ্ধার করেন। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর