কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আজ টাঙ্গাইল জেলার সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল আটটায় ভোগ গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর দিকে কেন্দ্রগুলো ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে প্রতিটি কেন্দ্রই উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৯৭৬ জন এবং মহিলা ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০টি।
নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৫২ জন, মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ৯৮১ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৪ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৮টি।
এছাড়াও দেলদুয়ার উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৫৮৪ জন, মহিলা ভোটার ৯১ হাজার ১৭১ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৩ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৯টি।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        