কক্সবাজারের চকরিয়ায় কোটাবিরোধী আন্দোলনে সহিংস ঘটনার মামলায় হেফাজত ইসলাম এর কর্মী মো. আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পৌরসভার ১নম্বর ওয়ার্ড আমান পাড়া থেকে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। মো. আলী ও-ই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে ও হেফাজত ইসলামের কর্মী।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, হেফাজত কর্মী মো. আলী পটিয়া আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক ছাত্র। চকরিয়ায় কোটা বিরোধী আন্দোলনে মিছিলে সে অংশ নেয়। ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম