বাগেরহাটে শোকাবহ মাস আগস্টের প্রথম দিনে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে শহরের রেল রোডে জেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এই শোক মিছিলে অংশ নেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি সরদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ দলীয় নেতৃবৃন্দ শোক মিছিলে অংশ নেন। বিশাল শোক মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। পরে দলীয় অফিসে শোক দিবসের আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        