খুলনায় সড়কে পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার নগরীর কেডিএ অ্যাভিনিউতে ময়লাপোতা থেকে শিববাড়ি মোড় পর্যন্ত ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার ও গল্লামারী এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
জানা যায়, গত কয়েকদিনের ছাত্র আন্দোলনে শিববাড়ি ও কেডিএ অ্যাভিনিউসহ বিভিন্নস্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সড়কের ওপর ইট-পাটকেলের টুকরো ও পুড়ে যাওয়া কাঠ-টায়ারের অংশ ছাইসহ বিভিন্ন ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ছিল।
এ ছাড়া ভাঙচুর আশঙ্কায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত গাড়িগুলো বের না হওয়ায় সড়কে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। একইভাবে নিরাপত্তার স্বার্থে খুলনার বিভিন্ন স্থান থেকে ট্রাফিক পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বিভিন্ন স্থনে তৈরি হচ্ছে যানজট। শিক্ষার্থীদের সড়কে পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।বিডি প্রতিদিন/এমআই