গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর ঈদগাহ মাঠে বৃহস্পতিবার বিকেলে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ আলী মাতব্বর। শান্তি সমাবেশে সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন খাঁন। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
শান্তি সমাবেশে ছিলেন উপস্থিত পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, পৌর যুবদলের ৬ নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম, পৌর যুবদলের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর যুবদলের ৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পৌর যুবদলের ৬ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ সওদাগর, যুবদলের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি আলম হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ