কুড়িগ্রামের উলিপুরে জনৈক আমিনুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরো তিনটি ছাগল আগুনে ঝলসে গেছে। গতকাল মধ্যরাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেবকুন্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ওই এলাকায় গতকাল সন্ধ্যায় আমিনুল গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দুইটি ষাঁড়, দুইটি গাভীসহ একটি বাছুর, নয়টি ছাগল বেঁধে রাতে ঘুমাতে যান। গভীর রাতে তার স্ত্রী দেখতে পান গোয়াল ঘরে প্রচন্ড বেগে আগুন জ্বলছে।এতে ওইসব গবাদি পশুগুলো গোয়াল ঘরে বাঁধা থাকায় বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। এছাড়াও আরো তিনটি ছাগল আগুনে পুড়ে ঝলসে যায়। ঘরের বারান্দায় পাটকাঠির বোঝা থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন স্থানীয়রা।
ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আমিনুল ইসলাম গোয়ালঘরে থাকা গবাদি পশুগুলোকে রক্ষা করতে গেলে তিনি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অসুস্থ হন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে থাকা কয়েলের আগুন থেকে এই অগ্নিকােন্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল