সন্ত্রাস, চাঁদাবাজি ও লুণ্ঠনের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ করেছে রাষ্ট্রসংস্কার আন্দোলন। সোমবার বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বাজিতপুর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সিনেমা হল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তাগণ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ সকল কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রসংস্কার আন্দোলন বাজিতপুর শাখার নেতা হরিপদ দাস নান্টু, সাজ্জাদ পারভেজ, শামসুল হক কাজল, জহিরুল হক কাজল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম