কুড়িগ্রামের রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছির উদ্দিন নামের ৯০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধের প্রতিবেশী ভাতিজা নুরে আলমকে অভিযোগে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বছির উদিদন নামের ওই বৃদ্ধের উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই বৃদ্ধ বছির উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তকে আটএকর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম