সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল করেছে বিএনপি।
বুধবার বিকেলে উপজেলার জগন্নাথপুরে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র বিএনপি নেতা নুরুল ইসলাম আনসার প্রামানিক। এ সময় জেলা বিএনপির অর্থ সম্পাদক কে এম আলম টমে, উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া মিলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জগন্নাথপুরের সাবেক চেয়ারম্যান মুন্সী রশীদুর রহমানের হত্যার কথা উল্লেখ করে নুরুল ইসলাম আনসার প্রামানিক বলেন, মানুষ হত্যা করে কেউ উপরে উঠতে পারে না। কোমলমতি ছেলে মেয়েদের গুলি করে ফ্যাসিস্ট সরকার আজ পড়ে গেছে। তাই মানুষের ক্ষতি করার রাজনীতি আমরা করবো না।
বিডি প্রতিদিন/এএ