বঙ্গোপসাগরের কক্সবাজারের লাবণী চ্যানেলে ‘এফবি রশিদা’ নামে একটি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা ২৩ মাঝি-মাল্লার মধ্যে ১৯ জন তীরে উঠতে পারলেও বাকি ৪ জন নিখোঁজ রয়েছে। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামে একজনের অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে উঠে। মৃত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়। এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে চারজন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন।
এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝড়ো বাতাসের কবলে পড়ি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ভেসে ভেসে কলাতলী পয়েন্টে নিয়ে আসি। সেখানে আসার পর দেখি আমাদের ৫ জন ঢেউয়ের স্রোতে ভেসে যায়। আরেক জেলে জামালের অবস্থা খাারাপ হলে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সী-সেইফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গণি বলেন, দায়ত্বি পালনের সময় লাইফগার্ড কর্মীরা একটি ট্রলার ভেসে আসতে দেখে। পরে কাছে গিয়ে ভাসমান জেলেদের তুলে আনেন। সেখান থেকে একজনের মৃত্যু হয়েছে। কয়েকজন নিখোঁজ বলে শুনেছি। তাদের খোঁজ নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ