নাটোরের বড়াইগ্রামে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় আজিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গড়মাটি বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিবুর রহমান গড়মাটি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সেলিম রেজা জানান, শুক্রবার সন্ধ্যায় আজিবুর রহমান গড়মাটি বাজারে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে নাটোরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম