খাগড়াছড়িতে জেলা জিয়া পরিষদের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সম্প্রীতি সমাবেশে সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।
এসময় প্রধান অতিথি ওয়াদুদ ভুইয়া বলেন, আমরা বিগত স্বৈরাচারী সরকার হতে বিভিন্ন ভাবে হয়রানি, মামলা-হামলার স্বীকার হয়েছি। কিন্তু গত ৫ তারিখের বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পরে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।
সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদএম.এন.আবছার, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, যুন্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা। সমাবেশে নয়টি উপজেলার বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম