বান্দরবানের লামায় নিখোঁজের ৩ দিন পর মো. মকসেদুল হক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার চাম্পাতলী এলাকার মাতামুহুরী নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মো. মকসেদুল হকসহ ৩ যুবক লামা খাল সাঁতরে বাড়ি ফিরছিলো। অপর ২ যুবক সাঁতার কেটে তীরে উঠে আসতে পারলেও প্রবল ¯্রােতে মকসেদুল হক ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। রবিবার সকালে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর সংলগ্ন চাম্পাতলী এলাকার মাতামুহুরী নদীতে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর তার ছোট ভাই মশিউর রহমান গিয়ে মরদেহটি মকসেদুল হকের বলে শনাক্ত করে।
লামা থানার ওসি মো. শামীম শেখ নিখোঁজ মকসেদুল হকের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ মৃত্যু নিয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় রবিবার দুপুরের পর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বিডি প্রতিদিন/এএম