১৫ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৫

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় লক্ষ্মীপুরপ্রেসক্লাবের সাবেক সভাপতি আহম মুশতাকুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ স্থানীয় সংবাদকর্মীরা জেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বন্যা পরিস্থিতি, নদী ভাঙ্গণ, বিভিন্ন দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরে ধরেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশ গঠনে লক্ষ্মীপুরের সম্ভাবনাময়ী নানা খাতের টেকসই উন্নয়নে গুরুত্ব দেয়ার আহবান জানান।
 
জেলা প্রশাসক তার বক্তব্যে সর্বস্তরের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিশেষ গুরুত্ব দেয়া হবে জেলার শিক্ষার্থী ও তরুন সমাজকে নিয়ে সহ পাঠ্যক্রমের (ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান) উপর। এছাড়া আগামীর উন্নয়নের লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন ডিসি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেপি দেওয়ান,  প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী প্রমুখ।
 
বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর