দীর্ঘ ১৩ বছর পূর্বে নিজ বাসায় হত্যার শিকার, বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে পৌর শহরের বাসিয়া ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্ব-স্ব ব্যানার নিয়ে অংশ নেন বিশ্বনাথ সরকারি কলেজ, মাদানিয়া মাদ্রাসা, মোহাম্মদীয়া মাদ্রাসা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবরেও স্মারকলিপি দেয়া হয়।
বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম, সেবুল মিয়া, মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু হুয়াইরা, আনোয়ার পাশা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি ও রাজু আহমদ। এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ মামলায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তারা।
বিডি প্রতিদিন/এএ