কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলাকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার দুপুর ১২টার দিকে তাকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাইংগাকাটা এলাকার নিজ বাড়ি থেকে সিরাজুদ্দৌলা ও একই এলাকার মৃত ফজল করিমের পুত্র মো. কায়সারকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৫টি দেশীয় অস্ত্র, ২টি রকেট ফায়ার ও ১৫৬টি অলিখিত স্বাক্ষরিত স্ট্যাম্প জব্দ করা হয়। এসময়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড এই অভিযান চালিয়েছে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন