সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি এবং ৫ বোতল মদ জব্দ করা হয়েছে। বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গত ২৪ সেপ্টেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার সীমান্তবর্তী মজুমদার খাল নামক স্থান দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। এ প্রেক্ষিতে বিজিবির তলুইগাছা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।
মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে অভিযানিকদল তাদেরকে ধাওয়া করে। এ সময় তারা মালামাল ফেলে রাতের অন্ধকারের সুযোগে ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল উক্ত স্থানে তল্লাশি করে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৫ বোতল মদ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএ