কুষ্টিয়ার পলিথিনের ব্যবহার বন্ধের লক্ষ্যে শুক্রবার দৌলতপুর উপজেলার কাঁচাবাজার ও সুপারশপগুলোতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলার তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার এলাকায় পলিথিন ব্যাগ মজুদ ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
জরিমানার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে তিনি বলেন, আজকের অভিযানের প্রথম দিন আমরা সকলের মাঝে পলিথিন ব্যবহারের কুফল ও সরকারের পলিথিন নিষিদ্ধ করার বিষয়ে জনসচেতনতা তৈরি করেছি।
বিডিপ্রতিদিন/কবিরুল