ফেস্টুন হাতে মায়ের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছেন ৬ বছরের শিশু আরাবী। একই দাবি নিয়ে নিস্পাপ এই শিশুটির পাশে দাঁড়িয়েছেন লক্ষীপুর সরকারি কলেজের নিপীড়ন বিরোধী ছাত্র সমাজ ও স্বজনরা।
রবিবার (নভেম্বর) বেলা ১১ টা থেকে জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা। এসময় খুনিদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দেন নিহতের স্বজনরা।
মানববন্ধনে জানানো হয়. নোয়াখালীর বেগমগঞ্জের হুমায়ুন কবিরের (লক্ষীপুর জজকোর্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবল) সাথে জান্নাতুল ফারহানা হাসির বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। ফারহানা লক্ষীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষ ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্টের ছাত্রী ছিল।
বিয়ের পর থেকেই স্বামী ও শশুর পক্ষের লোকজন যৌতুক দাবী কলে আসছিলেন। তা দিতে অপারগতা প্রকাশ করায় শশুরবাড়ির লোকজন কর্তৃক নির্মম নির্যাতন চালিয়ে হাসিকে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।
মানববন্ধনে ফারহানার মা রোজিনা আক্তার ও ভাই জানান, ৩০ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল তারা। তা দিতে না পারায় নির্মম নির্যাতন চালিয়ে গত ২৯ অক্টোবর তাকে শশুর বাড়ীতে হত্যা করা হয়। এখনো পর্যন্ত এ ঘটনায় কোন মামলা ও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ স্বজনদের।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি সরোয়ার হোসেন, পিংকী পাটওয়ারী, রাহিমা ইসলাম সেতু, রেদওয়ান হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক