জয়পুরহাটে সড়কে রশি দিয়ে পথ রোধ করে অটোরিকশা ছিনতাই করার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।
শনিবার (২ নভেম্বর) জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রামের দেলোয়ারের ছেলে সোয়াইব, বগুড়ার নন্দীগ্রামের মৃত আবু বক্কস সিদ্দিকের ছেলে ইউসুফ, ধুনটের হাসেনের ছেলে জাকির, মনজুর ছেলে ফরহাদ, নওগাঁর সদরের মিলচানের ছেলে হেলাল উদ্দীন, বদলগাছীর জোব্বারের ছেলে হেলাল হোসেন ও বগুড়ার আদমদীঘির মন্টুর ছেলে কালাম তালুকদার।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, গত ২৫ অক্টোবর রাতে আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী এলাকায় সড়কে একদল ডাকাত রশি দিয়ে পথ রোধ করে তিনটি অটোরিকশা ছিনতাই করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ আক্কেলপুর ২৭ অক্টোবর রেলস্টেশন রোড এলাকা থেকে সোয়াইব নামে একজনকে গ্রেফতার করে। পরে শনিবার তার দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে নওগাঁর বদলগাছী থেকে হেলাল হোসেন, হেলাল উদ্দীন ও কালাম তালুকদারকে গ্রেফতারকরা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বগুড়ার নন্দীগ্রাম ও ধুনট থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/মুসা