রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রংপুর প্রেস ক্লাস চত্ত্বরে সচেতন নাগরিক, সাবেক ও বর্তমান মেডিকেল শিক্ষার্থী ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তার নিজ যোগ্যতায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসররা সুবিধা নিতে পারবে না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাকে সরানোর পাঁয়তারা করছে।
হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডা. মাহফুজার রহমান কোনো রাজনীতি করেনি। যার ফলে যোগ্যতা থাকা সত্যেও এতো দিন অধ্যক্ষ হিসেবে পদায়ন পাননি। অন্তর্বতীকালীন সরকার তাকে মূল্যায়ন করে যোগ্যতার ভিত্তিতে রংপুর মেডিকেলে অধ্যক্ষ পদে পদায়ন করেছেন। সরকারি সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত।
মানববন্ধন সচেতন রংপুরবাসীর পক্ষে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর বাদল, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জয়নাল আবেদিন, মৌলভীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন সরকার, গজঘণ্টা স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তারুজ্জামান শাহীন, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি আজহারুল ইসলামসহ মেডিকেল শিক্ষার্থী জান্নাতুল, মাহামুদ ,আজিজুর রহমানসহ প্রমুখ।
উল্লেখ্য, ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান অধ্যাপক ডা. মাহফুজার রহমান। এরপরের দিনই বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়। এ দিন অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়। তবে নবনিযুক্ত অধ্যক্ষ এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেনি।
বিডি প্রতিদিন/এএ