কক্সবাজারের চকরিয়ায় দুটি দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সাহারিবিল ইউনিয়নের সাহারবিল স্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক সাজিদ হোসেন সাকিব জানান, দুপুরে হঠাৎ আমার মালিাকানাধীন পাশাপাশি দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
তিনি আরো জানান, দোকান দুটি বন্ধ ছিল। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানা যায়নি। বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।
বিডি প্রতিদিনি/হিমেল