ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রূপচাঁন দাস নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
মৃত রূপচাঁন দাস উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রি। তার ছোট ভাই রূপক দাস জানান, তার দাদা রূপচাঁন কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এলাকার এক ডাক্তারের পরামর্শে তাকে কালীগঞ্জের একটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হয়। এরপর রিপোর্টে ধরা পড়ে ‘ডেঙ্গু জ্বর হয়েছে’। এরপর দাদাকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
বিডিপ্রতিদিন/কবিরুল