সাভারে নিখোঁজের ছয় দিন পর দেলোয়ার হোসেন নামে এক ভ্যানচালকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরে ময়না তদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত দেলোয়ার নোয়াখালী জেলার নূরনব্বীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান,ভ্যান চালক দেলোয়ারকে ছয় দিন আগে একদল সন্ত্রাসী মোবাইল ফোনে কথা বলার জের ধরে কুপিয়ে হত্যা করে লাশ দক্ষিণ মেইটকা এলাকার একটি ইট ভাটার পাশে ফেলে রেখে যায়। পরে রাতে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার (এসআই) আমির হোসেন বলেন, এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/নাজিম