বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ওয়ান ইলেভেনের সময় ডাকাত-জালিম মঈন-ফখরুদ্দিন তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থেকে বিএনপির নেতাকর্মীদের জেলে দিয়ে নির্যাতন করেছে। তাদের সময় মাইনাস টু ফর্মুলার পরিবর্তে মাইনাস ওয়ান ফর্মুলা করে বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েছে। এবার যদি তেমন কিছু হয় তার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে থানার সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা নিতে হবে।’
সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির আয়োজন অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও আমিন উল্লাহ বিএসসির সঞ্চালনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
বিডি-প্রতিদিন/শআ