লক্ষ্মীপুরে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) এর আলোচনাসভা ও নতুন ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের হাসপাতাল রোডে অবস্থিত একটি রেস্তোরায় সভা শেষে নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে মো. আহসান উল্যা তুহিনকে আহবায়ক ও মো.হারুনুর রশিদকে সদস্য সচিব করা হয়েছে।
এর আগে সভায় জেলা সমন্বয়কারী মো. আহসান উল্যা তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ। এসময় অন্যান্যের মধ্যে আরো ছিলেন লিটন চন্দ্র মজুমদার, মো. হেলাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দলটির ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
বিডি প্রতিদিন/এএম