‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় আইডিইবি দিনাজপুর শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নীপিড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন এ বৈষম্যের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের ন্যায়সঙ্গত দাবির বিষয়ে আবেদন করে আসছি। কিন্তু ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো ভূমিকা নেয়া হয়নি। বর্তমান সরকারের কাছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূর করার জন্য সহযোগিতা কামনা করছি।
আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শাহ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ।
আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ