গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বনবিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেন বন বিভাগ কর্মকর্তারা। এসময় দেড় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার শনিবার দিনভর উপজেলার সিনাবহ, খন্দকারপাড়া, রাঙামাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার সিনাবহ উন্দারটেক, খন্দকারপাড়া , রাঙ্গামাটি এলাকায় কিছু অসাধু দালালরা উৎকোচের বিনিময়ে সরকারি বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে। বিষয়টি কর্মকর্তাদের নজরে আসলে শনিবার দিনভর উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমিতে থাকা প্রায় ২০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় ৫০ শতাংশ জমি উদ্ধার করা হয়। যার বাঁচার মূল্য প্রায় দেড় কোটি টাকা। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রা বিট কর্মকর্তা সাইফুল বারীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, যারা বনের জমি দখল করে স্থাপনা করেছে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, বনবিভাগের জমিতে যারা অবৈধ স্থাপনা করছেন বন বিভাগের কর্মকর্তা উচ্ছেদ করছেন এটা তাদের কাজ। বনবিভাগের কর্মকর্তাদের অভিযানে সমস্যা হলে সার্বিক সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/এএ