দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সের রায়হান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু রায়হান ঘোড়াঘাট উপজেলার ওমরপুর গ্রামের মেহেদী হাসান ও রিক্তা আক্তার দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রায়হান সকালে বাড়ির পাশে খেলাধুলা করাকালীন পুকুরের পানিতে পরে ডুবে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন শিশুটিকে পুকুরের পানিতে দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। স্থানীয়রা বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
বিডি প্রতিদিন/এএ