কুমিল্লার মাঠে মাঠে সোনালী ধানের ঝিলিক দেখা গেছে। এর মাঝে চলতি আমন মৌসুমে বুড়িচং উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে ৩১ একর জমিতে ব্রি ধান ১০৩ জাতের প্রদর্শনী স্থাপন করা হয়।
জানা গেছে, এবার ব্রি ধান ১০৩ এর ভালো ফলন হয়েছে। জমিতে হেক্টর প্রতি ফলন হয়েছে ৬.৫৪ টন। এ জাতের ধানের জীবনকাল ১২৯ দিন। উক্ত ফলনে প্রদর্শনী কৃষকসহ অন্যান্য কৃষকরা খুশি।
উত্তর গ্রামের কৃষক মির্জা হুমায়ুন, মির্জা মোজাম্মেল হক আবু, মির্জা মুমিন, মির্জা সৈকতসহ অন্যান্যরা পরবর্তী মৌসুমে ব্রি ধান ১০৩ চাষে আগ্রহ প্রকাশ করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) এনিয়ে বুড়িচং কুমিল্লার উত্তরগ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন। সভাপতির বক্তব্য রাখেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএই কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, ব্রি কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিলা প্রামাণিক, ব্রি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশিদ, বুড়িচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম সালাহউদ্দিন। এতে উপস্থিত ছিলেন উক্ত গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও উক্ত ব্লকের প্রকল্পের আর্থিক সহযোগিতায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) আঞ্চলিক কার্যালয় কুমিল্লার বাস্তবায়নে এই মাঠ দিবস পালন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক