কক্সবাজারের টেকনাফে পাহাড়ি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টেকনাফের বাহারছড়া শামলাপুর ঢালার মুখ এলাকায় পেয়ারা বাগান সংলগ্ন খালে এ ঘটনা ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন-উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঢালার মুখ এলাকার বেলাল উদ্দিনের ছেলে মসিফাত (১১) ও আনোয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (৮)।
প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, তারা খালে গোসল করতে নামে। হঠাৎ একজনকে পানিতে ডুবে যেতে দেখলে অপরজন টেনে তুলতে গেলে দুজনেই ডুবে যায়। দুই শিশুকেই এশার নামাজের পর দাফন করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই দস্তগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই