রংপুর পাবলিক মাঠে আয়োজিত সমাবেশে হেফাজত নেতারা বলেছেন, বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কোন সুযোগ নেই। সরকার যদি ইসকনকে নিষিদ্ধ করতে গড়িমসি করে এবং ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আগামীতে ধারাবাহিক আন্দোলনও গড়ে তোলা হবে।’
সম্প্রতি চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার বিচার ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ রবিবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ করাসহ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতারা।
আজ রবিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড় ও প্রেসক্লাব চত্বর হয়ে কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহাম্মাদ ইউনুছ, রংপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ ইদ্রীস আলী, রংপুর জেলা সদস্য সচিব মাওলানা রেজাউল করীমসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত স্বৈরাচার আওয়ামী লীগ ভারতের মাধ্যমে হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে এদেশে শান্তি বিনষ্টের অপচেষ্টা করছে। ভারতের প্রত্যক্ষ মদদেই ইসকন বিভিন্ন অপপ্রচার চালিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাংলাদেশে ইসকনের ইতিহাসের পুরোটাই মারামারি, হানাহানি এবং উগ্রতায় ভরপুর। বিভিন্নভাবে সন্ত্রাসী কায়দায় ভূমি দখল, মন্দির দখল ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা অহরহই ঘটিয়ে চলেছে তারা।
বক্তারা আরও বলেন, দেশের সকল শ্রেণীর মানুষের পাশাপাশি সরকার ও বিভিন্ন সংস্থাগুলো যখন জানাচ্ছে যে, বর্তমানে হিন্দুরা পূর্বের যেকোন সময়ের চেয়ে বেশি নিরাপত্তায় রয়েছে, তখন ভারতের ইশারায় ইসকন মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র করছে।
বক্তারা বলেন, আমরা মনে করি, ভারতীয় প্রেসক্রিপশনে ইসকনের মাধ্যমে অত্যন্ত পরিকল্পিতভাবে চট্টগ্রামের আদালত পাড়ায় মুসলমানদের পবিত্রতম স্থান মসজিদ ভাঙচুর করে সংখ্যাগরিষ্ট নাগরিকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পূর্বপরিকল্পিত ছক অনুযায়ীই আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে শহীদ করেছে ইসকন সদস্যরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রংপুর মহানগরীর বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ